ফেনী: ফেনীর মাদরসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার অন্যতম আসামি জুবায়ের আহমেদ পরিহিত বোরকা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ এপ্রিল) সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে তদন্তকারী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দল পরিত্যক্ত বোরকাটি উদ্ধার করে।
পাঁচ দিনের রিমান্ডে থাকা জুবায়েরকে নিয়েই ওই অভিযান চালানো হয়। নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় সে ওই বোরকা পরেছিল।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. শাহ আলম জানান, গত রোববার (১৪ এপ্রিল) মামলার অন্যতম প্রধান দুই আসামি নুর উদ্দিন ও শাহাদাত হোসেন ওরফে শামীমের আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দিতে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণকারী হিসেবে জুবায়েরের নাম উল্লেখ করে। শাহাদাত আরও জানায়, নুসরাতকে পোড়ানোর আগে তারই ওড়না নিয়ে ছিঁড়ে দুই ভাগ করে জুবায়ের হাত ও পা বেঁধে ফেলেছিল।
পিবিআইয়ের তদন্ত দল জুবায়েরকে নিয়ে সোনাগাজীর ঘটনাস্থলে নিয়ে আসে। দুপুর ১টার দিকে সোনাগাজী সরকারি কলেজের দক্ষিণ-পূর্ব পাশে ডাঙ্গিখাল থেকে জুবায়েরের পরিহিত বোরকাটি উদ্ধার করা হয়। জুবায়ের তাদের বলেছে- নুসরাতের গায়ে আগুন দেওয়ার পরপরই সে বোরকাটি সেখানে খুলে পালিয়ে যায়।