ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগের দু’গ্রুপের সভা, ১৪৪ ধারা জারি

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-08-25 05:25:48

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপ একই সময়ে ও একই স্থানে সভা আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রোববার (২১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত উপজেলার হাজি আব্দুল জলির উচ্চ বিদ্যালয়ের আশপাশের ৫শ গজ এলাকায় এই ১৪৪ ধারা জারি থাকবে। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) এটিএম মোর্শেদ এই ১৪৪ ধারা জারি করেন। শনিবার দুপুর থেকে সকল প্রকার মিটিং মিছিল বন্ধ থাকবে বলে উপজেলা সদরে মাইকিং করা হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, বিগত সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মো. ছফিউল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আবু নাছের আহমেদ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। এরই ধারাবাহিকতায় উপজেলা পরিষদ নির্বাচনেও আলাদা থাকে তারা।

সম্প্রতি ১৫ এপ্রিল হাজি ছফিউল্লাহ মিয়ার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের ১০ নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কারের দাবি জানানো হয়। এরপর আবু নাছের আহমেদের নেতৃত্বে অপর গ্রুপটি শনিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ে এক সভার আহ্বান করে। এর পরপরই হাজি ছফিউল্লাহ গ্রুপ একই স্থানে ও একই সময়ে আরেকটি সভার আহ্বান করে। এ নিয়ে দু’গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

পরে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ আলম উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন করেন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ও আশপাশের ৫শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেন উপজেলা নির্বাহী অফিসার।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম মোর্শেদ বার্তা২৪.কমকে জানান, ওসির আবেদনের পরিপ্রেক্ষিতে ও এলাকার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হাজি আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় ও আশপাশের ৫শ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়। এই ধারা রোববার (২১ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে। এই সময়ে সকল প্রকার মিটিং মিছিল বন্ধ থাকবে।

এ সম্পর্কিত আরও খবর