পাবনার চাটমোহরে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দু’টি ট্রাকে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। ডাকাতদল অস্ত্রের মুখে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে।
শনিবার (২০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে চাটমোহর-মান্নাননগর সড়কের নিমাইচড়া মোড় নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় ট্রাক চালক উজ্জ্বল হোসেন বাদী হয়ে চাটমোহর থানায় অভিযোগ দিয়েছেন।
জানা যায়, চাটমোহর পৌর সদরের আফ্রাতপাড়া মহল্লার করিম মণ্ডলের ট্রাক চালক উজ্জ্বল হোসেন শনিবার রাত ১০টার দিকে ভেড়ামারার উদ্দেশে যাচ্ছিলেন। এছাড়া একই মালিকের অপর এক চালক ট্রাক মেরামতের উদ্দেশে চাটমোহর থেকে ঢাকায় যাচ্ছিলেন।
পথিমধ্যে রাত ১১টার দিকে চাটমোহর-মান্নাননগর সড়কের নিমাইচড়া মোড় নামক স্থানে অজ্ঞাত ৮-১০ জন যুবক দেশীয় অস্ত্র নিয়ে গাছের গুঁড়ি ফেলে ট্রাক দু’টির গতিরোধ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে দুই ট্রাক চালকের কাছ থেকে নগদ ৫১ হাজার টাকা, দু’টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’