শবেবরাতে বন্ধ থাকছে বেনাপোল বন্দরের কার্যক্রম

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 10:13:45

পবিত্র শবেবরাত উপলক্ষে বেনাপোল বন্দরের সাথে ভারতের পেট্রাপোল বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকছে। তবে এ পথে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে বলে জানা গেছে।

সোমবার (২২ এপ্রিল) সকাল থেকে সব ধরনের পণ্য আমদানি ও রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছেন বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক(প্রশাসন) আব্দুল জলিল। তবে বিশেষ প্রয়োজনে কাস্টমস কর্তৃপক্ষ যদি কার্যক্রম চালু রাখতে চায় তবে বন্দর খোলা রাখবেন বলেও জানান তিনি।

ভারতের পেট্রাপোল কাস্টমস এন্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাত্তিক চন্দ্র দাস বার্তা২৪.কম-কে জানান, রোববার (২১ এপ্রিল) পবিত্র শবে বরাতের নামাজ হওয়ায় সোমবার আমদানি-রফতানি হবে না। মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল থেকে পুনরায় স্থলবন্দরের কার্যক্রম চালু হবে বলেও জানান তিনি।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বার্তা২৪.কম-কে জানান, এ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।

এ সম্পর্কিত আরও খবর