চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ভাসুরের ছুরিকাঘাতে আহত ভাবি মারা গেছেন। তার নাম কোহিনুর বেগম। রোববার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কোহিনুর বেগম মারা যান।
নিহতের স্বজনরা জানায়, ‘সন্ধ্যায় কোহিনুরের মৃতদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। ঘাতক জহির পলাতক রয়েছে।’
গত ১৮ এপ্রিল বৃহস্পতিবার রাত ২ টায় শাহরাস্তি উপজেলার পৌর ১১ নং ওয়ার্ডের ভাটনীখোলা বেপারী বাড়িতে চাচাতো ভাসুর জহিরুল ইসলাম বসতঘরের সিঁধ কেটে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ওইসময় তার মেয়ে মুক্তা আক্তারও আহত হয়। এ ঘটনায় শাহরাস্তি থানায় ৫ জনকে আসামি করে একটি হত্যা চেষ্টার মামলা দায়ের করেন দেবর হাবিবুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা আবদুল আউয়াল গত শুক্রবার রাতে তিনজনকে আটক করে কারাগারে পাঠিয়েছে। চাঁদপুর আদালত মা আমিরুন নেসাকে জামিন দিলেও বাকী দুইজন কারাগারে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, পরিবারের মধ্যে বিবাহের একটি ঘটনা নিয়ে দ্বন্ধ চলছে। ওই দ্বন্দের জের ধরে জহির এই হত্যাকাণ্ড ঘটে।