নারীর প্রতি সহিংসতা রোধে বেনাপোলে মানববন্ধন

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপল, বার্তা২৪.কম | 2023-08-28 19:54:25

সারাদেশে নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শার্শা উপজেলা কমিটি।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১১টায় বেনাপোল বন্দরে অবস্থিত সোনালী ব্যাংকের সম্মুখে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সুকুমার দেবনাথ, সাংগঠনিক সম্পাদক বৈদ্যনাথ দাস। এছাড়া নামাচার্য শ্রী শ্রী হরিদাস ঠাকুর পাটবাড়ি পরিচালনা পরিষদ, উপদেষ্টা পরিষদ, যুব পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ বলেন, 'আমরা লক্ষ্য করছি বর্তমানে নারীদের প্রতি সহিংসতা দিন দিন বেড়ে চলেছে। আর যখন শুনি এসব ঘটনার সাথে ক্ষমতাসীন দলের কিছু মানুষ জড়িত তখন কষ্ট লাগে।'

নারীর প্রতি সহিংসতা রোধে এবং সমগ্র দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার লক্ষে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও জোরদারের আহ্বান জানান বক্তারা।

এ সম্পর্কিত আরও খবর