বেনাপোলে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারী আটক

যশোর, দেশের খবর

আজিজুল হক,স্টাফ করেসপন্ডেন্ট, বেনাপোল (যশোর) বার্তা২৪.কম | 2023-08-28 03:14:35

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ১৩০ বোতল ফেনসিডিলসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (২২ এপ্রিল) ভোর ৪টায় ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা মাদক বিরোধী অভিযান চালিয়ে পাচারকারীদেরকে আটক করেন।

আটকরা হলেন, বেনাপোলের পুটখালী গ্রামের পাচু মন্ডলের ছেলে আযাহার উদ্দীন(২৪) ও রেজাউল ইসলামের ছেলে বেল্লাল হোসেন(২১)।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারত সীমান্ত দিয়ে মাদকের চালান প্রবেশ করছে বাংলাদেশে। পরে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে মসজিদ বাড়ি পোষ্ট এলাকা থেকে তাদের দুই জনকে আটক করে। পরে আযাহারের কাছ থেকে ১৫ বোতল ও বেল্লালের কাছ থেকে ১১৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

২১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে:কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরও খবর