শিশু শিক্ষার্থী ধর্ষণ মামলার ঘটনায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার তদন্ত অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানাকে শোকজ ও উপপরিদর্শক (এসআই) দেলায়ার হাসানকে প্রত্যাহার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মা. শাহ জালাল। তিনি বলন, ‘ধর্ষণের ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে গ্রেফতার করতে দ্রুত ব্যবস্থা না নেওয়ায় আমরা শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) সোহেল রানাকে শোকজ এবং এই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দেলোয়ার হোসেনকে ক্লোজড করেছি।’
এদিকে মামলার পরদিনই শ্রীমঙ্গল উপজলা ভুনবীর এলাকা থেকে আসামি মুনা আহমদকে আটক করছে র্যাব। পরে র্যাব-৯ শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করে।
উল্লখ্য, গত ১৬ এপ্রিল বিকেলে উপজলার সিন্দুরখান ইউনিয়নের বেলতলী এলাকায় ষষ্ঠ শ্রেণির ১২ বছর বয়সী একটি শিশুকে নিজ বাড়িতে ধর্ষণ করে পালিয়ে যায় একই গ্রামের মুন্না আহমেদ। শিশুটি বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।