নোয়াখালী জেনারেল হাসপাতালের সামনের একটি ফার্মেসি থেকে সরকারি সেফট্রিয়াক্সোন ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
সোমবার (২২ এপ্রিল) রাতে ইনজেকশনগুলো উদ্ধার করা হয়।
হাসপাতালের কর্মচারী মনির ও মামুন জানান, ইনজেকশনগুলো নিয়ে হাসপাতাল সড়কের জিহাদ মেডিসিন সেন্টারে বিক্রি করতে যায় এক যুবক। পরে হাসপাতালের আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম ঘটনাস্থলে গিয়ে ৪৪টি ইনজেকশন উদ্ধার করে। তবে তাদের উপস্থিতি টের পেয়ে ওই যুবক পালিয়ে যায়। এ ঘটনায় জিহাদ মেডিসিন সেন্টারের প্রোপ্রাইটর ফিরোজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরএমও সৈয়দ মহি উদ্দিন আবদুল আজিম জানান, সিসি টিভির ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে। তবে ইনজেকশনগুলো সরকারি হলেও তা তাদের হাসপাতালের কিনা খতিয়ে দেখা হচ্ছে।