মৌলভীবাজারের লাউয়াছড়া বন থেকে একদিনের এক মেয়ে শিশুকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ এপ্রিল) ভোরে উদ্ধারের পর শিশুটিকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
লাউয়াছড়া বনের প্রহরী ঋষি বড়ুয়া ও মো: ইব্রাহিম জানান, তারা ভোরে টহলের সময় বনের শ্রীমঙ্গল- ভানুগাছ সড়কের পাশে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় এক শিশুর কান্নার শব্দ শুনতে পান। কাছে গিয়ে সদ্য জন্ম নেয়া এক মেয়ে শিশু দেখতে পান।
পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। বর্তমানে শিশুটি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মুনির জানান, শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে জন্মের পর যে সকল সেবা প্রয়োজন, তা সে পায়নি। তারা এই সেবাগুলো দিচ্ছেন।
পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিৎসা শেষে শিশুটিকে আদালতে হস্তন্তর করা হবে।
এদিকে কিছুদিন আগে শ্রীমঙ্গল থেকে উদ্ধার হওয়া অপর একটি মেয়ে শিশুকে নিজের সন্তান হিসেবে কেউ নিতে চাইলে তাদের দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল মৌলভীবাজার আদালত।