কক্সবাজারে পরিবহন ধর্মঘটে বিপাকে যাত্রীরা

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা ২৪.কম | 2023-08-22 07:04:56

কক্সবাজারের বিভিন্ন রুটে চলছে পরিবহন ধর্মঘট। এতে টেকনাফ ও কক্সবাজার-চট্টগ্রাম সড়কে দূরপাল্লার বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত যান, এমনকি কোনো কোনো রুটে ইজিবাইক চলাচল করতেও দিচ্ছেন না পরিবহন শ্রমিক ও মালিকরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। রাস্তায় দাঁড়িয়ে সড়ক অবরোধ করে রেখেছেন পরিবহন শ্রমিকরা। কক্সবাজারের টেকনাফ সড়কে চলাচলকারী রোহিঙ্গাদের সেবায় নিয়োজিত বিভিন্ন এনজিওর গাড়ি উখিয়া ষ্টেশনে থামিয়ে দেন পরিবহন শ্রমিকরা। পাশাপাশি এ সড়কে চলাচলকারী অন্য যানবাহন চলাচলেও বাধা দেন তারা।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Apr/25/1556167078988.jpg

এতে ওই সড়কে তৈরি হয় লম্বা যানজট। হঠাৎ এই ধর্মঘটের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও পর্যটকরা।

উল্লেখ্য, ডিবি পুলিশ পরিচয়ে চট্টগ্রামে বাসচালককে হত্যার প্রতিবাদে গত বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম থেকে আন্তঃজেলা রুটে এবং কক্সবাজার সড়কে বাস ধর্মঘটের ডাক দেয় পরিবহন সংগঠনগুলো। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রামে আন্দোলনকারীদের সাথে প্রশাসনের বৈঠক হওয়ার কথা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর