তীব্র গরমে হবিগঞ্জে যুবকের মৃত্যু

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট হবিগঞ্জ বার্তা২৪.কম | 2023-08-28 16:19:48

হবিগঞ্জের সদর উপজেলায় প্রচণ্ড গরমে ফসলের মাঠে প্রজেক্টের ধান তুলতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার আব্দুল্লাপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত রঙ্গিলা মিয়া (৩০) বানিয়াচং উপজেলার রামগঞ্জ গ্রামের ইছাক উল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রঙ্গিলা মিয়া সদর উপজেলার আব্দুল্লাপুর গ্রামে সেচ প্রকল্পের চার্জ (ধান) তুলতে গিয়েছিলেন। এ সময় হঠাৎ তিনি অচেতন হয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসক সাইফুর রহমান সোহাগ বার্তা২৪.কমকে জানান, তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন। যা প্রচণ্ড গরমের কারণে হয়ে থাকে।

তিনি আরও বলেন, ‘এই গরমে মাঠে কাজ করতে গেলে কিছুক্ষণ পর পর আরাম করতে হবে। বেশি বেশি করে পানি পান করতে হবে। যেন শরীর ঠাণ্ডা থাকে।’

এ সম্পর্কিত আরও খবর