আমের জন্য বিখ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা। জেলার প্রতিটি আম গাছে এখন দুলছে আমের গুটি। সে আম আবহাওয়ার কারণে কিছুটা ঝরেও পড়ছে। ঝরে পড়া আম বিভিন্ন তরকারিতে ব্যবহার হচ্ছে। সবমিলিয়ে, পাকা আম বাজারে আসতে আরও প্রায় মাস দেড়েক সময় লাগবে।
তবে, চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার গোলাবাড়ী এলাকার একটি বাগানের বেশ কিছু আম পেকে লাল হয়ে গেছে। হালকা বাতাসে ঝরে পড়ছে পাকা আম।
বুধবার (২৫ এপ্রিল) ওই বাগান হতে মন ৬ হাজার টাকা মূল্যে ছয় মন আম কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার একটি আড়তে পাঠানো হয়। সেখানে পাইকারি আড়তে বিক্রি করা হবে আমগুলো।
এই ছয় মন আম আড়তে পাঠানোর মাধ্যমে চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ হতে প্রথম আমের চালান দেশের অভ্যন্তরে পাঠানো হয়েছে বলে জানা যায়।
শিবগঞ্জ উপজেলার মোবারকপুর এলাকার আম ব্যবসায়ী মো.শফিকুল ইসলাম জানান, ভোলাহাট উপজেলার সানাউল্লাহ নামে একজন প্রবাসী ব্যক্তি নাচোল উপজেলার গোলাবাড়ীতে বিভিন্ন জাতের একটি আম বাগান গড়ে তোলেন। সেখানে আশ্বিনাসহ বেশ কিছু আমের গাছ লাগানো হয়। আমগুলো আগাম জাতের হওয়ায় এখন পাকতে শুরু করেছে।
প্রসঙ্গত, চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রায় ৩২ হাজার হেক্টর জমিতে আম বাগান রয়েছে। তাতে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।