নুসরাত হত্যা মামলায় আরেক সহপাঠী গ্রেফতার

ফেনী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ফেনী, বার্তা২৪.কম | 2023-08-27 02:21:45

সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গ্রেফতারকৃত ওই আসামির নাম মহিউদ্দিন শাকিল (২২)।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৬টায় ফেনী শহরের উকিল পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে গণমাধ্যমকে জানিয়েছেন পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান।

শাকিল সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের রুহুল আমীনের ছেলে। সে নুসরাত জাহান রাফির সহপাঠী। নুসরাতকে পুড়িয়ে হত্যার সময় শাকিল মাদরাসার মূল ফটকে পাহারায় ছিলেন।

আসামি শাহাদাত হোসেন শামীম ও নুর উদ্দিনের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাকিলের নাম উঠে আসে।

এ পর্যন্ত পিবিআই ২২ জন আসামিকে গ্রেফতার করে। এর মধ্যে ৮ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৭ জন রিমান্ডে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৬ মার্চ নুসরাতের মা শিরীনা আক্তার মামলা করার পরদিন সিরাজকে গ্রেফতার করে পুলিশ। ওই মামলা প্রত্যাহার না করায় ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে মাদরাসা একটি ভবনের ছাদে ডেকে নিয়ে নুসরাতের গায়ে আগুন দেয় বোরকা পরা কয়েকজন। ১০ এপ্রিল রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুসরাত।

আরও পড়ুন: নুসরাত হত্যা মামলায় ফের ৩ দিনের রিমান্ডে শামীম

এ সম্পর্কিত আরও খবর