বগুড়ার শেরপুর উপজেলায় চরমপন্থী দলের দুই গ্রুপের মধ্যে গুলিবিনিময়ে দুই চরমপন্থী সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (২৬ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে শেরপুর উপজেলার ভবানীপুর বাজার এলাকায় এঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম আফসার(৪০), অপরজনের নাম লিটন (২৫)।
বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বার্তা ২৪.কমকে জানান, শুক্রবার গভীর রাতে স্থানীয় লোকজন ভবানীপুর বাজার এলাকায় গুলিবিনিময়ের শব্দ শুনে পুলিশে খবর দেয়। খবর পেয়ে শেরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আহতদের হাসপাতালে আনার পথে জিজ্ঞাসাবাদ করা হলে একজনের নাম লিটন এবং অপরজনের নাম আফসার বলে পুলিশকে জানায়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি ওয়ান শুটার গান, ৮ রাউন্ড গুলি দুটি চাপাতি ও চরমপন্থী সংগঠন পুর্ব বাংলা কমিউনিস্ট পার্টির তিনটি পোস্টার উদ্ধার করে।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল রাতে ভবানীপুর বাজার এলাকায় চরমপন্থী সংগঠন পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্যরা ভবানীপুর বাজারে সরকার বিরোধী পোস্টারিং করছিল। এ সময় শেরপুর থানা পুলিশের একটি টহল দল সেখানে পৌঁছলে চরমপন্থী সদস্যদের গুলিতে শেরপুর থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) নান্নু মিয়া গুলিবিদ্ধ হন।
পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তার একটি পা কেটে ফেলতে হয়েছে।