আগুনে পুড়ে ছাই তিন ভাইয়ের ২১ ঘর

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট লালমনিরহাট বার্তা২৪.কম | 2023-08-31 13:37:32

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি আগুনে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন- ওই গ্রামের মৃত আ. সোবহানের ছেলে আব্দুল করিম, আব্দুর রহমান ও আব্দুস সাত্তার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুল করিমের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হঠাৎ আগুন লাগে। মুহূর্তে তা পার্শ্ববর্তী দুই ভাই সাত্তার ও রহমানের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কালীগঞ্জ ও আদিতমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে তিন ভাইয়ের ২১টি ঘর, আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, তামাক ও ধান-চাল আগুনে পুড়ে যায়। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার নুরুল আমীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর