গাইবান্ধা সরকারি কলেজে মাস্টার্সের আসন বৃদ্ধির দাবি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-09-01 14:57:51

মাস্টার্সে আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষর্থীরা কাস ও পরীক্ষা বর্জন করেছেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে কলেজের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচিও পালন করেছেন তারা।

শিক্ষার্থীরা বলেন, অনার্স থেকে মাস্টার্সে আসন সংখ্যা অনেক কম। ফলে এ কলেজ থেকে অনার্স পাস করে অনেক শিক্ষার্থী আসন সংকটের অভাবে মাস্টার্সে ভর্তি হতে পারেন না। তাদের অন্য কলেজে ভর্তি হতে হয়। অথবা এক বছর পরে মাস্টার্সে ভর্তি হতে হয়। এতে পিছিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা।

কলেজটির অধ্যক্ষ মিজানুর রহমান বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। অনার্সে ১৪ বিভাগের আসন সংখ্যা দুই হাজার ৯৫টি। কিন্তু মাস্টার্সে মাত্র এক হাজার ১০৫টি আসন। তাই অনার্স পাস শেষে সব শিক্ষার্থী মাস্টার্সে ভর্তি হতে পারেন না। আসন সংখ্যা বৃদ্ধির জন্য এর আগেও অনেকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আসন বাড়ানোর বিষয়টি চিঠি দিয়ে আবার তাদের জানানো হবে।

এ সম্পর্কিত আরও খবর