গাইবান্ধায় কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের দাবি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গাইবান্ধা বার্তা২৪.কম | 2023-08-24 07:33:55

গাইবান্ধায় সরাসরি কৃষকদের নিকট থেকে ধান ক্রয়সহ নয় দফা দাবিতে পৃথক স্থানে হাটসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দিনব্যাপী উপজেলার তুলসীঘাট এবং পলাশবাড়ীর চৌমাথা মোড় ও সবজি বাজারে এ সভা করে গাইবান্ধা জেলা কৃষক ও তেমজুর সংগ্রাম পরিষদ।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক ইউনিয়নে একটি করে ধান ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনতে হবে। এক লাখ ৬৮ হাজার কৃষকের নামের যে সার্টিফিকেট মামলা ও ১২ হাজার কৃষকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তা বাতিল করতে হবে।

সভায় বক্তব্য দেন- জেলা বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক গোলাম রব্বানী, তেমজুর সংগ্রাম পরিষদ সমন্বয়ক মনজুর আলম মিঠু ও সদস্য আবু রাহেন শফিউল্লাহ, জেলা কৃষক সমিতির সভাপতি বাদল মিয়া, পলাশবাড়ী সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লা আদিল নান্নু, বাসদের সমন্বয়ক আলিউল ইসলাম বাদল ও গোবিন্দগঞ্জ সিপিবির সভাপতি তাজুল ইসলাম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর