পান পাতার গ্রাম গাইবান্ধার অভিরামপুর

গাইবান্ধা, দেশের খবর

তোফায়েল হোসেন জাকির ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-26 03:16:24

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার অভিরামপুর গ্রামটি আশেপাশের মানুষের কাছে পরিচিত পান পাতার গ্রাম হিসেবে। অভিরামপুরের এমন কোনো কৃষক নেই যিনি পান চাষ করেন না। এই পান চাষে অনেকের ভাগ্যও বদল হয়েছে। অন্য ফসল উৎপাদন করলেও পান চাষই তাদের প্রধান ভরসা। কয়েক প্রজন্ম ধরে তারা পান চাষের উপর নির্ভশীল।

অভিরামপুর গ্রামের পান চাষি আলম মিয়া বার্তা২৪.কম-কে বলেন, ‘অন্য ফসল চাষের চেয়ে পান চাষ অনেক লাভজনক। বাপ-দাদার আমলের সনাতন নিয়ম ছেড়ে গবেষণাভিত্তিক পান চাষ করে আসছি। যা থেকে এক বিঘা (৩৩ শতক) জমি থেকে বছরে দুই লাখ টাকা আয় করা যায়।’

পানের বরজ/ ছবি: বার্তা২৪.কম

 

পানের চাষ সম্পর্কে কৃষক শহিদুল ইসলাম জানান, দো-আঁশ মাটি পান চাষের জন্য উপযোগী। নিচু জমি থেকে মাটি উঁচু করে পানের চাষ করতে হয়। এক বিঘা জমিতে প্রায় ৫০ মণ জৈব সার ছিটিয়ে দিতে হয়। সপ্তাহে এক কেজি তুঁতে ও তিন মণ পাথুরে চুন ফুটিয়ে গুড়া করে জমিতে ছিটিয়ে পানি সেচ দিতে হবে। তারপর মই দিয়ে সমতল করে ঘনঘন সেচ দিয়ে মাটি শক্ত করে নিতে হবে। এরপর বাঁশ, খুঁটি, চটা ইত্যাদি দিয়ে বরজ তৈরি করতে হয়। পান চাষে ছায়াযুক্ত স্থান লাগে।

আরেক কৃষক মিন্টু মিয়া বার্তা২৪.কম-কে বলেন, ‘পানের ফলন ভালো পেতে হলে উন্নতমানের উপকরণ দিয়ে বরজ তৈরি করতে হয়। ভাল জাতের রোগমুক্ত লতা লাগানো, চারা গাছের যত্ন, লতা উঠলে শক্ত কাঠি ব্যবহার করা, ডগা ঝুলে পড়তে না দেওয়া, বরজের ছাউনি নিবিড় ঘন না করা উচিৎ।’

দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামসহ বেশকিছু গ্রাম ঘুরে পানচাষিদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে পান চাষে অনেক চাষিই সাফল্য অর্জন করেছেন। তাই পান চাষে ভাগ্য বদলে খুশি চাষিরা। পান চাষ তাদের অর্থনৈতিক সাফল্য দেখিয়েছে, বদলে গেছে তাদের ভাগ্য।

পানের বরজে কৃষকের ব্যস্ততা/ ছবি: বার্তা২৪.কম

 

কৃষকরা জানান, এক বিঘা জমিতে বছরে পান চাষে ২২ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়। এ থেকে প্রায় দুই লাখ টাকা আয় করা সম্ভব। রোপন থেকে পান তোলা যায় সাত বছর ধরে। এটি একটি লাভজনক চাষ। এ অঞ্চলের উৎপাদিত পান স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলাতে রফতানি করা হচ্ছে বলেও জানান তারা।

গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার সাহেরা বানু বার্তা২৪.কম-কে বলেন, ‘এ অঞ্চলের মাটি পান চাষের জন্য উপযোগী। এখানে প্রায় ৫৫ একর জমিতে পান চাষ হচ্ছে এবং দিন দিন পান বরজের সংখ্যা বাড়ছে।’

এ সম্পর্কিত আরও খবর