নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

ঢাকা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট নড়াইল ২৪.কম | 2023-08-23 23:24:20

নড়াইলের লোহাগড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুইপক্ষের সংঘর্ষে লিকু শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৪ জন। রোববার সকালে উপজেলার শারোল গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার শারোল গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য খোকন এবং বর্তমান সদস্য আলমগীর হোসেন আলমের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে রোববার সকালে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় উভয়ক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিকু শেখ নামে এক ব্যক্তি মারা যায়। অপর আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা পরিষদের সদস্য সাইফুর রহমান হিলু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর বিশ্বাস বলেন, খুলনায় নেওয়ার পথে একজন নিহত হয়েছেন বলে শুনেছি তবে বিষয়টি এখনও নিশ্চিত হতে পারেনি।

 

এ সম্পর্কিত আরও খবর