ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, আশুলিয়া (ঢাকা), বার্তা২৪.কম | 2023-08-25 05:33:10

ঢাকা-আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল থেকে সাভারের সিএন্ডবি পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। যানজট সেই সঙ্গে তীব্র গরমে ভোগান্তিতে পড়েছে এ সড়কের হাজারো যাত্রী।

শনিবার (২৮ এপ্রিল) রাত ৯টা থেকে প্রায় ৮ কিলোমিটার সড়কের এক পাশে এ যানজটের সৃষ্টি হয়েছে।

সড়কে থেমে থাকা ওয়েলকাম বাসের যাত্রী সুমন বার্তা২৪.কমকে জানান, আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে সিএন্ডবি পর্যন্ত আসতে সময় লেগেছে প্রায় দুই ঘণ্টা। যেখানে সময় লাগে ১৫ থেকে ২০মিনিট। অতিরিক্ত গাড়ি, যত্রতত্র পার্কিং ও অদক্ষ চালকের কারণে এমনটা হয়েছে বলে তিনি জানান।

সাভার পরিবহণের চালক আরাফাত বলেন, ‘থেমে থেমে যানজটের কারণে অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।’

এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন বার্তা২৪.কমকে বলেন, ‘আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় সড়ক মেরামতের কাজ চলায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমরা যানজট নিরসনে পর্যাপ্ত ব্যবস্থা নিয়েছি। আশা করি যানজট অল্প সময়ের মধ্যে নিরসন করা সম্ভব হবে।’

এ সম্পর্কিত আরও খবর