ফেনীর সোনাগাজীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় ধর্ষণবিরোধী রোড মার্চ করবে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।
সোনাগাজীর উদ্দেশ্যে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৭টায় ঢাকার শাহবাগ থেকে ৫০ সদস্যের একটি দল যাত্রা শুরু করবে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট অভিযোগ করে, এই হত্যাকাণ্ডটি অনেক সুপরিকল্পিত, অনেক অপরাধীকে বাঁচানোর চেষ্টা এখনো চলমান। আমরা স্পষ্টভাবেই দাবি জানাচ্ছি, নুসরাত হত্যায় ওসি মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার ও পুলিশের ভূমিকার বিচার বিভাগীয় তদন্ত করতে হবে।
মঙ্গলবারের রোর্ডমার্চ সোনাগাজী জিরো পয়েন্ট, সোনাগাজী বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, সোনাগাজী পাইলট উচ্চ বিদ্যালয়, নুসরাতের বাড়ি ও কবরস্থান সংলগ্ন আলহেলাল একাডেমি বিদ্যালয়ে সমাবেশ করবে। ফেনী ও কুমিল্লার চান্দিনাতে পথসভা করবে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট।
উল্লেখ্য, যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট নারী নিপীড়ন ও ধর্ষণ বন্ধে সারাদেশেই কাজ করছে। নারী নিপীড়নের বিরুদ্ধে সরকারের কাছে কিছু সুনির্দিষ্ট দাবি উত্থাপনের পাশাপাশি সারাদেশে সামাজিক সচেতনতার জন্য ২০১৫ সাল থেকে কাজ করছে সংগঠনটি।