ধানের মূল্য নিশ্চিতে পীরগঞ্জে কৃষকদের বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-25 16:48:54

সরাসরি কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় করা সহ ধানের লাভজনক মূল্য নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ পীরগঞ্জ উপজেলা শাখা।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলার ক্ষেতমজুর সংগ্রাম পরিষদ শাখার আয়োজনে ডাক বাংলো চত্বর থেকে এই বিক্ষোভ মিছিলটি বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় বিক্ষোভে বক্তব্য দেন, উপজেলা কৃষক-ক্ষেত মজুর সংগ্রাম কমিটির আহ্বায়ক অধীর কুমার রায়, সদস্য সচিব মোর্তাজা আলম প্রমুখ। পরে পরীগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কাছে স্মারক লিপি প্রদান করেন তারা।

সার-ডিজেল-বীজ-কীটনাশক ও বিদ্যুতের দাম ক্রমাগত বৃদ্ধির কারণে ফসল উৎপাদন ব্যয় বাড়া এবং সরকারি ক্রয় ব্যবস্থাপনা কৃষকের অনুকূলে না থাকায় কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ধানসহ অন্যান্য ফসলের লাভজনক দাম নিশ্চিত করার লক্ষে অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয় কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয়, সার-বীজ-কীটনাশকসহ কৃষি উপকরণের দাম কমানো সহ বোরো মৗসুমে ধান আমদানি স্থগিত করার দাবিগুলো স্মারক লিপির মাধ্যমে জানানো হয়।

এ সম্পর্কিত আরও খবর