পড়া না পারায় ছাত্রের আঙুল কেটেছে শিক্ষক!

ব্রাহ্মণবাড়িয়া, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া, বার্তা২৪.কম | 2023-08-28 15:07:48

ব্রাহ্মণবাড়িয়ায় পড়া না পারায় রাহিত (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক ছাত্রকে স্টিলের স্কেল দিয়ে আঘাত করে হাতের আঙুল কেটে দিয়েছে শিক্ষক।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। তবে দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়। অভিযুক্ত শিক্ষকের নাম নূরে আলম। তিনি স্কুলের ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক। আহত রাহিত জেলা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। রাহিতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

আহত রাহিত জানায়, সকালে ক্লাসে পড়া না পারার কারণে শিক্ষক নূরে আলম স্টিলের স্কেল দিয়ে তার হাতে আঘাত করে। এতে তার ডান হাতের একটি আঙুল কেটে যায়। পরে অন্য ছাত্ররা তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।

তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষক নূরে আলম বলেন, ‘রাহিতের হাতে আগেই ব্যান্ডেজ ছিল। সে স্কুলে আসার পর আমাকে বলেছে তার ফুফু তাকে হাসপাতালে যেতে বলেছে। আমি বলেছি ফুফুর নাম্বার দেয়ার জন্য। পরে আমি বলেছি তুমি হাসপাতালে চলে যাও। আমি তাকে মারিনি।’

এ ব্যাপারে স্কুলের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন বলেন, ‘ছেলেটা দুষ্টু প্রকৃতির। স্যার মারে নাই। সে নিজেই ব্যথা পেয়েছে।’

এ সম্পর্কিত আরও খবর