ভোলায় প্রচণ্ড তাপদাহের কারণে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহে সহস্রাধিক মানুষ ভোলা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও চরফ্যাশনের বেসরকারি হাসপাতাল গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। জেলার সিভিল সার্জন ডা: রথিন্দ্রনাথ মজুমদার জানিয়েছেন, প্রতিদিনই ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাছে।
খোঁজ নিয়ে জানা যায়, ভোলার ১০০ শয্যার সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে বেডের সংখ্যা মাত্র ১০টি। তবে বর্তমানে ১৪টিতে উন্নতি করা হয়েছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে সরজমিনে দেখা গেছে, অর্ধশতাধিক ডায়রিয়া রোগী হাসপাতালের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। আবাসিক চিকিৎসক ডা: তৈয়বুর রহমান জানান ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সোমবারে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ৪৮ জন। মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত ভর্তি হয়েছে আরও ১৭ জন, বিকাল ও রাত অবধি রোগীর সংখ্যা আরও বাড়বে বলেও জানান তিনি।
তিনি জানান, তাপমাত্রা বাড়ার সাথে সাথে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যাও বাড়ছে। আক্রান্তদের মধ্যে শিশু রোগীর সংখ্যাই বেশি।
ভোলা আবহাওয়া অফিসের জুনিয়র আবহাওয়া পর্যবেক্ষক মোঃ মাহাবুবুর রহমান জানান, ভোলায় গত এক সপ্তাহ যাবত তাপ প্রবাহ চলছে। তাপমাত্রা ৩০ ডিগ্রী সেলসিয়াসের উপর এক নাগাড়ে ৪ দিনের বেশি চলমান থাকলে সেটাকে তাপ প্রবাহ বলে। ভোলায় গত এক সপ্তাহ যাবত তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রী সেলসিয়াস।