কালিহাতীতে ট্রাকের পেছনে সিএনজির ধাক্কায় নিহত ১

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, টাঙ্গাইল, বার্তা২৪.কম | 2023-08-18 21:22:38

টাঙ্গাইলের কালিহাতীতে দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে সিএনজি অটোরিকশার সংঘ‌র্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় সিএনজির চালকসহ আরও ছয় জন আহত হয়েছেন।

বুধবার (১ ম‌ে) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী ফায়ার সার্ভিস স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কমল (২৫) নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের মতিলাল পালের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের অবিনাশ ওরফে কালটু, সাইদ, লিটন, প্রবীর, প্রতাপ ও সিএনজি চালক কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের আজিজুল।

কালিহাতী থানার এসআই আব্দুল ওয়াহাব জানান, নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গড়ধর্মপাল রাধাপাড়া গ্রামের ছয় জন সখিপুর উপজেলায় ধান কাটার শ্রমিক হিসেবে কাজ করতে আসেন। তারা উপজেলার গোহাইলবাড়ী গ্রামের অবসর প্রাপ্ত শিক্ষক এস.এম আব্দুর রবের কৃষি জমিতে ধান কাটার উদ্দেশে এলেঙ্গা থেকে সিএনজি যোগে রওনা হন। পথিমধ্যে সিএনজি অটোরিকশাটি দাঁড়িয়ে থাকা একটি পাথর ভর্তি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর‌ে কমলকে মৃত ঘোষণা করেন। বাকিদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সিএনজি চালক আজিজুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। অপর আহতদের স্বজনরা চিকিৎসার সুবিধার্থে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ সম্পর্কিত আরও খবর