বাগেরহাটের রামপালে ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। নিহতদের মধ্যে দুইজনের বাড়ি মোংলায়। অপরজনের নাম পরিচয় জানা যায়নি।
মোংলা থেকে ছেড়ে আসা কাটাখালীগামী যাত্রীবাহী মাহেন্দ্রের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মোংলাগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
রামপাল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় ও ভাগার মাঝামাঝি মালিডাঙ্গা এলাকায় ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় মাহেন্দ্রের তিন যাত্রী।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন বাগেরহাটের মোংলার চিলা ইউনিয়নের সাবেক মেম্বর আ. জলিলের ছেলে সোহাগ শেখ (৩৫) ও চাদপাই ইউনিয়নের মাকড়ঢোন গ্রামের সনজিৎ রায় (৪৭)। অপরজনের নাম পরিচয় জানানে পারেনি পুলিশ। দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সকাল সাড়ে ৮টার দিকে বাগেরহাটের সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আহতদেরকে রামপালের ঝনঝনিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি।