ফণী: কক্সবাজারে ৪শ মেট্রিক টন চাল মজুদ

কক্সবাজার, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম | 2023-08-30 23:00:26

বঙ্গোপসাগরে অবস্থানরত শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবিলায় কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে উপকূলের ৫৩৮টি সাইক্লোন সেল্টার।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা।

তিনি জানান, উপকূলীয় এলাকায় ৮৯টি মেডিকেল টিম, ১০ হাজার উদ্ধারকারী ভাগ হয়ে কাজ করবে। ক্ষতিগ্রস্তদের উদ্ধার করার পর জেলার ৫৩৮টি আশ্রয় কেন্দ্রে রাখা হবে। সেই লক্ষ্যে ইতোমধ্যে কেন্দ্রগুলো প্রস্তুত করা হয়েছে। এক একটি কেন্দ্রে ৮৪০ জন করে রাখা যাবে।

তিনি আরও জানান, ফণী মোকাবিলায় ৪শ মেট্রিক টন চাল মজুদ রাখা হয়েছে। বিভিন্ন সামগ্রী দিয়ে তৈরি করা হয়েছে সাড়ে ৪ হাজার প্যাকেট। যা ক্ষতিগ্রস্তরা ১০ দিন পর্যন্ত খেতে পারবে।

এ সম্পর্কিত আরও খবর