ফণী: উৎসুক পর্যটকদের নিয়ে বিব্রত পুলিশ

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, পটুয়াখালী, বার্তা২৪.কম | 2023-08-20 04:07:50

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে কুয়াকাটা সমুদ্র সৈকত উত্তাল রয়েছে। তবে এর মধ্যেও উৎসুক পর্যটকরা গভীর রাতে সমুদ্র সৈকতে নেমে পড়ছে। আর এসব পর্যটকদের সামাল দিতে কুয়াকাটা টুরিস্ট পুলিশ সদস্যদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে।

বৃহস্পতিবার (২ মে) রাত ১টার দিকে কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে গিয়ে দেখা যায় দুজন টুরিস্ট পুলিশ সদস্য বেশকিছু পর্যটকদের সমুদ্রে না নামার জন্য অনুরোধ করছে। তবে উৎসুক পর্যটকরা তা মানছে না। অনেকেই সমুদ্র সৈকতে নেবে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিষয়টি অনেকটাই ঝুঁকিপূর্ণ হিসেবে দেখছে পুলিশ সদস্যরা।

টুরিস্ট পুলিশ কনস্টেবল আবু সাঈদ জানান, সন্ধ্যা থেকেই সমুদ্র সৈকতে না নামার জন্য পর্যটকদের অনুরোধ করলেও তা তারা শুনছে না। অনেকেই পুলিশের চোখ ফাঁকি দিয়ে সমুদ্র সৈকতে নেমে পড়ছে। কেউবা আবার সৈকতের পানিতে পা ভিজিয়ে দুর্যোগকালীন এই সময়টা উপভোগ করার চেষ্টা করছে।

এদিকে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সন্ধ্যা থেকেই সাগর কিছুটা উত্তাল রয়েছে। বড় বড় ঢেউ সমুদ্র সৈকতে আছড়ে পড়ছে।

পায়রা সমুদ্র বন্দর এবং মোংলা সমুদ্র বন্দরে সাত নম্বর বিপদ সংকেত জারি রয়েছে। সৈকতে পর্যটকদের না নামার জন্য আগে থেকেই লাল পতাকা উত্তোলন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর