ফণীর প্রভাবে গাইবান্ধায় অবিরাম বৃষ্টি

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, গাইবান্ধা, বার্তা২৪.কম | 2023-08-27 15:51:02

ঘূর্ণীঝড় ফণীর প্রভাবে গাইবান্ধায় শুক্রবার (৩ মে) সকাল থেকেই অবিরাম বৃষ্টি হচ্ছে। আকাশজুড়ে কালো মেঘ, সেই সঙ্গে হিমেল হাওয়া। সকাল থেকেই দেখা মেলেনি সূর্যের।

এদিকে ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষতির আশঙ্কায় লোকশূন্য রয়েছে পথ-ঘাট। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। ফসলহানির আশঙ্কা করছেন কৃষকরা।

সুমন চন্দ্র নামের একজন মাইক্রোবাস চালক বলেন, সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টিপাতের কারণে গাড়ি নিয়ে বের হইনি। ফণী আঘাত হানতে পারে, এমন শঙ্কায় পরিবার নিয়ে বাড়িতেই অবস্থান করছি।

কৃষক জলিল সরকার বলেন, মাঠে আছে স্বপ্নের সোনালি ধান। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে চরম আতঙ্কে আছি।

ফণী মোকাবিলায় গাইবান্ধায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলার নদ-নদীর তীরবর্তী মানুষদের সতর্ক করা হচ্ছে। এছাড়া বেশ কিছু আশ্রয় কেন্দ্র স্থান ও কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর