ফণীর প্রভাবে ঠাকুরগাঁওয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ঠাকুরগাঁও, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, ঠাকুরগাঁও, বার্তা২৪.কম | 2023-08-27 05:19:44

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ঠাকুরগাঁওয়ে শুক্রবার (৩ মে) সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে দুপুর থেকে বইছে দমকা হাওয়া।

ফণী আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বের হচ্ছেন না অনেকেই। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বার্তা২৪.কমকে জানান, শনিবার (৪ মে) ঠাকুরগাঁওয়ে ফণীর কিছুটা প্রভাব পড়তে পারে। এজন্য ইউপি চেয়ারম্যানদের খবর দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলাসহ শহরের বিভিন্ন জায়গায় একটি করে টিম করা হয়েছে।

জেলা প্রশাসক ড. কে. এম. কামরুজ্জামান সেলিম বার্তা২৪.কমকে জানান, ইতোমধ্যে আমরা সব বিষয়ে প্রস্ততি নিয়েছি। ফণীর কারণে আমাদের জেলার মানুষ যেন বড় ক্ষতির মুখে না পড়ে, সেজন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

এ সম্পর্কিত আরও খবর