আদিতমারীতে ভোট রোববার, বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট লালমনিরহাট, বার্তা২৪. কম | 2023-08-19 19:03:03

স্থগিত হওয়া লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার (৫ মে) একযোগে অনুষ্ঠিত হবে। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পযর্ন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। এ তথ্য নিশ্চিত করেছেন রির্টানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মঞ্জুরুল হাসান।

তিনি জানান, ভোট উপলক্ষে ২৭ জন ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষণিক কাজ করবেন। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থাকবে তিনটি করে কেন্দ্র। এর পাশাপাশি বিপুল সংখ্যক পুলিশ, বিজিবি ও র‍্যাব সদস্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন ।

জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল বলেন, উপজেলা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ করতে উপজেলার আটটি ইউনিয়নে ২৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আরও অতিরিক্ত ৪ জন ম্যাজিস্ট্রেট মাঠে সার্বক্ষণিক কাজ করবেন। ৬৭টি কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৪৩টি কেন্দ্রের প্রতিটিতে অফিসারসহ চারজন এবং সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য ও প্রয়োজনীয় আনসার সদস্য নিয়োজিত থাকবেন।
পুলিশ, বিজিবি ও র‍্যাবের সমন্বয়ে প্রতিটি ইউনিয়নে থাকবে চারটি স্ট্রাইকিং ফোর্স ও টহল টিম। সব মিলে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পুরো নির্বাচনী এলাকা।

তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে একজন করে প্রিজাইডিং অফিসার হিসেবে ৬৭ জন, সহকারী প্রিজাইংডিং অফিসার ৪৩৬ জন ও পোলিং অফিসার ৮৭২ জনকে নিয়োগ দেয়া হয়েছে।

নিবার্চন অফিসের তথ্যমতে, আদিতমারী উপজেলায় এক লাখ ৬৬ হাজার ৩৬১ জন ভোটার রয়েছেন। যার মধ্যে নারী ভোটার ৮৩ হাজার ৪৩৮ জন ও পুরুষ ভোটার ৮২ হাজার ৯২৩ জন। প্রথম ধাপের ঘোষিত তফসিল অনুযায়ী গত ১০ মার্চ এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও প্রচারণার শেষ সময়ে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।

লালমনিরহাট জেলা প্রশাসক(ভারপ্রাপ্ত) জহুরুল ইসলাম জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সদা প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।

 

এ সম্পর্কিত আরও খবর