ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বগুড়ায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে বগুড়া অতিক্রম করার সময় ফণীর আঘাতে মহাসড়কের পাশে একটি বড় আকারের পুরাতন কৃষ্ণচূড়া গাছ ভেঙে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘণ্টাখানেক বগুড়া-রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গাছটি কেটে সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শনিবার (০৪ মে) দুপুর দেড়টার দিকে বগুড়া সদর উপজেলার ঠেঙ্গামারা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে প্রচুর বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হাওয়া বইছিল। এমন সময় বিকট শব্দে টিএমএসএস নামের এনজিও প্রধান কার্যালয়ের সামনে মহাসড়কের পাশে পুরাতন কৃষ্ণচূড়া গাছটি ভেঙে পড়ে। এ সময় মহাসড়কে যান চলাচল কম থাকলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
টিএমএসএস এর কর্মচারী তোফাজ্জল হোসেন বার্তা২৪.কমকে জানান, গাছটির বয়স ১০০ বছরের বেশি হবে। অনেক পুরাতন হওয়ায় গাছের গোড়া নষ্ট হয়ে যাওয়ার কারণে ভেঙে গেছে বলে ধারণা করা হচ্ছে।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান বার্তা২৪.কমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছটি কেটে মহাসড়ক থেকে সরিয়ে নেয়। এরপর বগুড়া-রংপুর সহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।