পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ, দেশের খবর

খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2023-08-30 18:17:36

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে প্রায় ৩১ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

শনিবার (৪ মে) রাত সোয়া ১০টা থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন আরিচা কার্যালয়ের বাণিজ্য সহকারী মহাব্যবস্থাপক জিল্লুর রহমান বার্তা২৪.কমকে জানান, ঘূর্ণিঝড় ফণীর প্রভাবের কারণে শুক্রবার দুপুর সোয়া ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছোট দু’টি ফেরি দিয়ে পরীক্ষামুলকভাবে যানবাহন পারাপার করা হয়।

এরপর রাত সোয়া ১০টা থেকে ছোট বড় সবগুলো ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌ-রুটের পাটুরিয়া-ফেরিঘাট এলাকায় অপেক্ষামাণ যানবাহনের দীর্ঘ সারি রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন দৌলতদিয়া কার্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক রুহুল আমিন বার্তা২৪.কমকে জানান, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ছোট বড় মিলে ১৫টি ফেরি রয়েছে। রাতে ১২টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হয়েছে। নৌ-রুট পারাপারের জন্য এখনও ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। আবহাওয়া স্বাভাবিক থাকলে দুপুর নাগাদ যানবাহন পারাপার সম্পন্ন হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর