সাভারে কলেজ শিক্ষার্থীদের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-09-01 09:40:56

সরকারি নিয়মে বেতন চালুর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে সাভার সরকারি মডেল কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ হয়ে পড়ে যানচলাচল। মহাসড়কের উভয় পার্শ্বে আটকা পড়ে শতশত যানবাহন। খবর পেয়ে প্রায় এক ঘণ্টা পর পুলিশ এসে যানচলাচল স্বাভাবিক করে।

রোববার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভার থানা স্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানায়, আট মাস আগে গেজেটভুক্ত হলেও দেশের ২৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি নিয়মে বেতন চালু করা হয়নি। সরকারিকরণের প্রক্রিয়া অত্যন্ত ধীরগতিতে পরিচালিত হচ্ছে। অবিলম্বে কলেজগুলো সরকারিকরণের প্রক্রিয়া বাস্তবায়নের দাবি জানান তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, তাদের কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থীকে ৫৫০টাকা করে বেতন দিতে হচ্ছে। অথচ প্রধানমন্ত্রীর ঘোষণা দেওয়ার এতদিন পেরিয়ে গেলেও সরকারিকরণ হচ্ছে না।

সাভার হাইওয়ে থানা ভারপাপ্ত কর্মকর্তা আবুল হোসেন বার্তা২৪.কমকে বলেন, শিক্ষার্থীদের বুঝিয়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর