বেনাপোল সীমান্তে মাদক ও চোরাচালান পণ্যসহ আটক ৩

যশোর, দেশের খবর

আজিজুল হক স্টাফ, করেসপন্ডেন্ট, বেনাপোল (যশোর), বার্তা২৪.কম | 2023-09-01 09:20:07

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ফেনসিডিল ও চোরাচালান পণ্যসহ তিন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

সোমবার (০৬ মে) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেনাপোল সীমান্তের পুটখালী ও দৌলতপুর এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাদের আটক করে।

আটককৃতরা হলেন- বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামের কালামের ছেলে বুদু (২০), দৌলতপুর গ্রামের সাহেদ আলীর ছেলে আরিফুল ইসলাম (৩৩) ও আতিয়ার রহমানের ছেলে ইয়াকুব আলী (৩৪) ।

২১ বিজিবি লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বার্তা২৪.কমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর ও পুটখালী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালানো হয়। এ সময় ২৯৫ বোতল ফেনসিডিল ও ৭০০ প্যাকেট ভারতীয় আতশবাজিসহ তিন পাচারকারীকে আটক করা হয়। উদ্ধারকৃত পণ্যের মূল্য ২লাখ ৫৮ হাজার টাকা।

এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর