নেত্রকোনায় বোরো ফসল পানির নিচে

নেত্রকোনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নেত্রকোনা | 2023-08-29 20:21:14

নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের পুটিয়া নামক স্থানে ‍সিঙ্গার বিল সাবমার্সিবল প্রজেক্টের প্রায় ৬০ ফুট বাঁধ ভেঙে গেছে।

এতে তিনটি হাওরের প্রায় ১০ হাজার হেক্টর বোরো ফসলি জমি হুমকিতে রয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার বারহাট্টার চিরাম ও আসমা ইউনিয়নে প্রায় ২০ কিলোমিটার ফসল রক্ষা বাঁধ রয়েছে। ওই বাঁধের প্রায় ৭ কিলোমিটার সাবমার্সিবল। যা বর্ষায় ডুবে যায়। এবার উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ও একদিনের বৃষ্টিতে কংশ নদীর শাখা গুমাই নদীতে পানি বৃদ্ধি পায়। এতে ওই বাঁধের কয়েক জায়গায় ফাটল দেখা দেয়।

সোমবার (৬ মে) ভোরে বাঁধের পুটিয়া নামক স্থানে প্রায় ৬০ ফুট ভেঙে যায়।

নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান জানান, প্রায় ৫০ হেক্টর জমির বোরো ধান পানিতে নিমজ্জিত হয়েছে। বেড়িবাঁধ রক্ষা করতে না পারলে আরও অনেক ফসলি জমির ক্ষতির সম্ভাবনা রয়েছে।

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আক্তারুজ্জামান জানান, পানি উন্নয়ন বোর্ড, বারহাট্টা উপজেলা প্রশাসন, এলাকাবাসীকে নিয়ে বাঁধ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সম্পর্কিত আরও খবর