পাটের ন্যায্য মূল্য নিয়ে শঙ্কিত চাষিরা

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নড়াইল | 2023-09-01 04:05:30

নড়াইলে কৃষকদের মাঝে পাট চাষে আগ্রহ বাড়লেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও প্রশাসন দাবি করছে কৃষকরা অতীতে পাটের ন্যায্য মূল্য পেয়েছেন।

জানা গেছে, চলতি বছর সরকার পাট চাষিদের প্রণোদনা দিয়েছে। ফলে জেলায় দিন দিন পাটের আবাদ বাড়ছে। চলতি মৌসুমে ২০ হাজার ৬১৬ হেক্টর জমিতে পাট চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গতবছরের চেয়ে ২ হাজার ৬১৬ হেক্টর বেশি। গত বছর ১৮ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছিল।

সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আক্তার বিশ্বাস বার্তা২৪.কমকে বলেন, ‘গত বছর পাটের দাম ভালো পাওয়ায় এ বছর এক একর জমিতে পাটের চাষ করেছি। আশা করছি উৎপাদন ভালো হবে।’

লোহাগড়া উপজেলার দেবী গ্রামের দুখু মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘সরকার কৃষকদের সুবিধার জন্য প্রণোদনা দিচ্ছে। উন্নত মানের বীজ-সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করায় পাট চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা।’

কালিয়া উপজেলার নওয়াগ্রামের বাদশা মিয়া বার্তা২৪.কমকে বলেন, ‘আশা করছি এ বছর ভালো ফলন হবে। তবে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।’

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক চিন্ময় রায় বার্তা২৪.কমকে বলেন, ‘কৃষি বিভাগের পক্ষ থেকে পাট চাষিদের সার্বিক সহযোগিতা করায় এবং বিগত সময়ে পাটের ন্যায্য মূল্য পাওয়ায় জেলার কৃষকরা পাট চাষে আগ্রহী হচ্ছেন।’

এ সম্পর্কিত আরও খবর