পটুয়াখালী জেলার সকল ইউনিয়ন পরিষদ সচিবদের মাঝে স্মার্টফোন এবং কর্পোরেট সিম বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে লোকাল গভর্নমেন্ট সাপোর্ট প্রজেক্ট (এলজিএসপি)-৩ এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে জন্ম নিবন্ধন কার্যক্রম অগ্রগতি নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন। সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক মোঃ আব্দুস সালাম।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ হেমায়েত উদ্দিন জানান, এই মোবাইল এবং সিম বিতরণের ফলে সকল ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ এখন একটি নেটওয়ার্কের আওতায় চলে আসলো। স্থানীয়রা এখন একটি মোবাইল নম্বরেই সচিবদের খুঁজে পাবেন। এ ছাড়া ইউনিয়ন পরিষদে সচিবদের নিয়মিত উপস্থিতিও এই মোবাইলের মাধ্যমে মনিটরিং করা যাবে। এর ফলে ইউনিয়ন পরিষদে যেমন কাজের সক্ষমতা বাড়বে, তেমনি সাধারণ মানুষ অনেক বেশি সেবা নিতে পারবেন। জেলায় মোট ৭৪ জন ইউপি সচিবদের হাতে মোবাইল ফোন এবং কর্পোরেটের নম্বর সরবরাহ করা হয়।