গোপালগঞ্জে ৬ হাজার কেজি পলিথিন জব্দ

গোপালগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গোপালগঞ্জ | 2023-08-11 13:46:55

গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৬ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি কাভার্ড ভ্যান ও একটি মাহেন্দ্রসহ চালক ও হেলপারকে আটক করা হয়।

বুধবার (৮ মে) সন্ধ্যায় সদর উপজেলার উরফী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে এসব পলিথিন জব্দ করা হয়।

গোপালগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) মো: মাহবুবুল আলম বার্তা২৪.কমকে জানান, উরফী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কাছে একটি কাভার্ড ভ্যান থেকে সরকার ঘোষিত নিষিদ্ধ পলিথিন আনলোড করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় ওই স্থান থেকে একটি কাভার্ড ভ্যান ও একটি মাহেন্দ্র আটক করা হয়। পরে কাভার্ড ভ্যান ও মাহেন্দ্র থেকে সরকার নিষিদ্ধ প্রায় ৬ হাজার কেজি পলিথিন জব্দ করে। এ সময় চালক ও হেলপারকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, কিছু পলিথিন ঘটনাস্থলে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে এবং বাকি পলিথিন উরফী ইউনিয়ন পরিষদে নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। 

এ সম্পর্কিত আরও খবর