শার্শায় ভেজাল খাদ্য বিক্রেতাদের ৩০ হাজার টাকা জরিমানা

যশোর, দেশের খবর

আজিজুল হক ,স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-08-31 01:53:52

যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের উপর ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত ও ৩০ হাজার টাকা অর্থ জরিমানা করেছেন।

বুধবার (৮মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল ভ্রাম্যমান আদালত বসিয়ে এ নগদ অর্থ জরিমানা আদায় করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডল বলেন, 'পবিত্র রমযান উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী নাভারণ বাজারে বিভিন্ন ভোগ্যপণ্যের উপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় খাওয়ার অনুপযোগী খাদ্য সামগ্রী বাজেয়াপ্ত ও নগদ ৩২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।'

এ সময় তিনি আরও জানান, রোজাদারদের কোনো খারাপ খাদ্য যেন অসৎ ব্যবসায়ীরা খাওয়াতে না পারে সে জন্য মাসব্যাপী শার্শা উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) লাল্টু মিয়াসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও শার্শা থানার পুলিশ সদস্যরা।

এ সম্পর্কিত আরও খবর