ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাল শহরে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৭০ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা।
বুধবার (০৮ মে) দিবাগত রাতে উপজেলার তালশহর ইউনিয়নের চেয়ারম্যান আবু সামারের ছেলে সাচ্চু মিয়ার পুকুরে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (০৯ মে) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম।
ক্ষতিগ্রস্ত সাচ্চু মিয়া জানান, বুধবার রাতে তারাবি নামাজের সময় তার মালিকানাধীন তিনটি পুকুরে এক সঙ্গে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে বিষয়টি তাদের নজরে আসে। এতে রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। ৬ একর আয়তনের প্রতিটি পুকুরে মরে যাওয়া মাছের আনুমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা।
সাচ্চু মিয়া আরও জানান, সম্প্রতি হয়ে যাওয়া উপজেলা নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ আলম জানান, তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।