বেনাপোলে দেড় কোটি টাকার চোরাইপণ্য আটক

যশোর, দেশের খবর

আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল | 2023-08-26 06:40:01

ভারত থেকে অবৈধভাবে আমদানি ও চোরাচালানের প্রায় দেড় কোটি টাকার পণ্য আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুটি পণ্যবাহী ট্রাকও আটক করা হয়েছে।

শুক্রবার (১০ মে) দুপুর ২ টায় যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা আটকের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা বেনাপোল সীমান্ত ও যশোর-বেনাপোল মহাসড়কের নতুন হাটে তল্লাশি চালায়। এ সময় ভারত থেকে আমাদানি পণ্যের আড়ালে অবৈধভাবে নিয়ে আসা ৪ হাজার ৫৩০ কেজি বিট লবন ও ১৪ হাজার ৫৫০ কেজি ফিটকিরিসহ দুটি ট্রাক আটক করে।

এছাড়া অপর একটি অভিযানে শাড়ি , থ্রি পিস, চা পাতা, কসমেটিক্স, মোবাইল, শিশুদের খেলনা, ওষুধ, হরলিক্স, চকলেট আটক করা হয়। আটক পণ্যের সর্বমোট আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ৯৫ হাজার ১১০ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. সেলিম রেজা বিষয়টি বার্তা২৪কে নিশ্চিত করে জানান, আটক মালামাল জমাকরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর