‘উন্নত শিক্ষা ব্যবস্থা এখন হাতের নাগালে’

দিনাজপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 12:13:29

আওয়ামী লীগ সরকার উন্নত শিক্ষা ব্যবস্থাকে দেশের জনগণের হাতের নাগালে পৌঁছে দিয়েছে বলে দাবি করেছেন দলের সাংগঠনিক সম্পাদক ও নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ মে) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার চাপাইতোর উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তরের উদ্বোধনকালে তিনি এ দাবি করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের তরুণ সমাজকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে সরকার বদ্ধ পরিকর। জাতির পিতা একটি বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর, জিয়া-এরশাদ-খালেদা এ দেশের শিক্ষা ব্যাবস্থাকে নষ্ট করে দেয়। দীর্ঘদিন পর জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে জনবান্ধব শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। আজকে শিক্ষার্থীরা বিনা মূল্যে বই পাচ্ছে, নতুন ভবন পাচ্ছে। জেলা-উপজেলায় নতুন নতুন স্কুল-কলেজ হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা চাপাইতোর উচ্চ বিদ্যালয়ে একটি আধুনিক সুদৃশ্য চারতলা একাডেমিক ভবন নির্মাণের। আমরা সেই একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলাম। এর মাধ্যমে এলাকাবাসীর প্রত্যাশা পূরণ হলো এবং এই এলাকার শির্ক্ষাথীরা সুন্দরভাবে লেখাপড়া করবে।’

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘বোচাগঞ্জ উপজেলার প্রত্যন্ত এলাকায় এরকম একটি শিক্ষার অট্টালিকা ভবন শুধু শিক্ষার মান বৃদ্ধি করবে না, এলাাকারও মান বৃদ্ধি হবে।’

এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেন, সাধারণ সম্পাদক আফছার আলী, উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর