‘কোনো চিকিৎসক যেন অনুপস্থিত না থাকে’

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-21 02:37:18

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেছেন, ‘হাসপাতাল কিংবা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তাররা যেন অনুপস্থিত না থাকে। তাদের উপস্থিতি নিশ্চিত করতে ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় থাকতে হবে।’

শনিবার ( ১১ মে) বিকেলে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, ‘আওয়ামী লীগ সরকার প্রতিটি সেক্টরে উন্নয়ন কাজ অব্যাহত রেখেছে। সেই সঙ্গে সাধারণ জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন ফজলে রাব্বী মিয়া।

সভায় আরও বক্তব্য দেন- ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আঞ্জু মনোয়ারা বেগম, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুজ্জামান, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইলতুতমিশ আকন্দ পিন্টু, মেডিকেল অফিসার ডা. কামরুল হাসান, ডা. মোসাব্বির আহমেদ, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর