সিরাজগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সানু পৌর এলাকার ধানবান্ধি মহল্লার বিষা শেখের ছেলে।
বুধবার (১৫ মে) দুপুরে তাকে অস্ত্র ও মাদক মামলায় আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সানুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতার এড়াতে সে যমুনা নদীর চরে আত্মগোপন করেছিল। মঙ্গলবার (১৪ মে) রাতে শহর রক্ষা বাঁধের বাঁশঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি ও ১৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন সানুকে গত শুক্রবার (১০ মে) সাদা পোশাকে কয়েকজন লোক তাকে তুলে নিয়ে যায় বলে সিরাজগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।
তার সন্ধানের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করে বিএনপির নেতাকর্মীরা। এ ছাড়া তার সন্ধান চেয়ে বিবৃতি দিয়েছিলেন বিএনপির সিনিয়ন যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।