নোয়াখালীতে কৃষি ব্যাংকে আগুন, কাগজপত্রের ক্ষতি

নোয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-13 17:34:57

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ কৃষি ব্যাংকের বসুরহাট শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা গেইটের সামনে কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎ করে কৃষি ব্যাংকের জানালা দিয়ে ধোঁয়া বের হতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা। ব্যাংকের ভেতরে আগুন লেগেছে বুঝতে পেরে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। খবর পেয়ে কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ক্ষয়ক্ষতির হিসাব এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। পাশাপাশি এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে আগুনের কারণে ব্যাংকের মূল্যবান কাগজপত্রসহ সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাংকের গার্ড রুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

কৃষি ব্যাংকের বসুরহাট শাখার ব্যবস্থাপক কামাল উদ্দিন জানান, ব্যাংকের গার্ড রুম থেকে আগুনের সূত্রপাত হয় এবং পুরো ব্যাংকে ধোঁয়া ছড়িয়ে পড়ে। ধোঁয়া এবং ফায়ার সার্ভিসের ছিটানো পানির কারণে ব্যাংকের কাগজপত্রসহ সরঞ্জামাদির ব্যাপক ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন কৃষি ব্যাংকের কুমিল্লা বিভাগীয় জেনারেল ম্যানেজার পারভীন আক্তার ও নোয়াখালী ডিজিএম চৌধুরী মঞ্জুরুল হোসেন।

এ সম্পর্কিত আরও খবর