সিলেট সদরে অবস্থিত ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সহকারী হাই কমিশনার (বৃহত্তর সিলেট ও বৃহত্তর ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত) এল. কৃষ্ণমূর্তি বৃহস্পতিবার (১৬ মে) কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেছেন।
ভারতীয় দূতের শুভাগমন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মো. আসাদুল্লাহ বীর মুক্তিযোদ্ধা। সভাপতি স্বাগত বক্তব্যে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতীয় সরকার, সেনাবাহিনী, ভারতের জনগণের সাহায্য সহযোগিতা ও বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন।
ভারতের সহকারী হাই কমিশনার মুক্তিযোদ্ধাদের ভিসা প্রাপ্তি এবং মুক্তিযোদ্ধা সন্তানদের বৃত্তি প্রাপ্তির ক্ষেত্রে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনা এবং দোভাষীর দায়িত্ব পালন করেন এ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন বীর মুক্তিযোদ্ধা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ডেপুটি কমান্ডারদ্বয় বাছির উদ্দিন ফারুকী বীর মুক্তিযোদ্ধা ও এম.এ মান্নান বীর মুক্তিযোদ্ধাসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ।