আদালতের নির্দেশ অমান্য করে চলছে অবৈধ যানবাহন

রাজবাড়ী, দেশের খবর

সোহেল মিয়া, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪ কম, রাজবাড়ী | 2023-08-25 13:13:49

আদালতের রায় অমান্য করে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়ক এবং রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে চলাচল করছে অবৈধ মাহেন্দ্র, নসিমন, অটোরিকশা ও ভটভটিসহ বিভিন্ন ধরনের ছোট যানবাহন।

ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। উচ্চ আদালত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকলেও বন্ধ হচ্ছে না এসব অবৈধ যান চলাচলের। তবে আদালতের রায় অমান্য করার কথা স্বীকার করে এসব যানবাহনের চালকরা বলছেন, জীবিকার তাগিদেই তাদের জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে গাড়ি চালাতে হচ্ছে।

এদিকে প্রশাসনের নাকের ডগা দিয়ে এসব অবৈধ যানবাহন চলাচল করলেও অজানা কারণে বন্ধ হচ্ছে না অবৈধ যান চলাচল। তবে পুলিশ প্রশাসন বলছে, মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে মহাসড়কে দুর্ঘটনারোধে অবৈধ যান চলাচল বন্ধে প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন এমনটা প্রত্যাশা রাজবাড়ীবাসীর।

নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাটারিচালিত অটোর চালক বার্তা২৪.কম-কে বলেন, আমরা জানি মহাসড়কে ছোট গাড়ি চলাচলের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু আমরা কি করব? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজ আমরা বড় অসহায় হয়ে পড়েছি। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকতে হবে তো।'

এ সময় তিনি আরও বলেন, 'সবাইকে ম্যানেজ করেই আমরা মহাসড়কে গাড়ি চালাই।' কাদেরকে ম্যানেজ করতে হয় এমন প্রশ্ন করলে তিনি বলেন, 'মাফ চাই ভাই, কারো নাম বলতে পারব না। নাম বললে আমি রোডে গাড়ি চালাতে পারব না।'

ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক মানিক মিয়া বার্তা২৪.কম-কে বলেন, 'মহাসড়কে ছোট ছোট অবৈধ যানবাহন চলাচলের কারণে ৮০ শতাংশ দুর্ঘটনা হয়ে থাকে। অবৈধ যানবাহনগুলো মহাসড়কে চলাচলের কারণে বড় বড় দুর্ঘটনা হয়ে থাকে। উচ্চ আদালতের রায় থাকার পরেও কেন মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করা সম্ভব হচ্ছে না তা প্রশাসনের তদন্ত করে দেখা উচিত। আমরা মনে করি মহাসড়ক থেকে অবৈধ যানবাহন চলাচল বন্ধ হলে দুর্ঘটনা অনেকটাই কমে যাবে।'

গোয়ালন্দ মোড়ের বাসিন্দা সবুজ মল্লিক বার্তা২৪.কম-কে বলেন, 'দৌলতদিয়া-খুলনা মহাসড়কে তো অবৈধ যানবাহন চলাচলের কারণে আমরা চলতেই পারি না। বিশেষ করে তিন চাকার মাহেন্দ্র ও ব্যাটারিচালিত অটো রিক্সার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। আসন্ন রোজার ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও দুর্ঘটনামুক্ত করার লক্ষে প্রশাসনের উচিত এখনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।'

মহাসড়কের শৃঙ্খলা ফিরে আনার কার্যক্রম অব্যাহত আছে বলে দাবি করে আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজ বার্তা২৪.কম-কে বলেন, 'প্রতিদিনই আমরা দৌলতদিয়া-খুলনা মহাসড়ক থেকে অবৈধ যানবাহন আটক করে আইনি পদক্ষেপ গ্রহণ করছি। মহাসড়কে শৃঙ্খলা ফিরে আনার জন্য আমাদের বিশেষ অভিযান সব সময়ের জন্যই অব্যাহত থাকবে।'

এ সম্পর্কিত আরও খবর