গভীর বঙ্গোপসাগর থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, টেকনাফ | 2023-08-26 03:22:21

কক্সবাজারের সেন্টমার্টিনের দক্ষিণে গভীর বঙ্গোপসাগর থেকে এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার অপারেশন লেঃ কমান্ডার সাইফুল ইসলাম জানান, শনিবার (১৮ মে) গভীর রাতে কোস্ট গার্ডের যৌথ বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে অভিযানে যায়। এ সময় সাগর এলাকায় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা পানিতে ইয়াবার প্যাকেট ফেলে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা সাগর থেকে ভাসমান অবস্থায় ইয়াবার প্যাকেটটি উদ্ধার করে, এতে এক লাখ ৪০ হাজার পিছ ইয়াবা পাওয়া যায়। এ সময় ইয়াবা পাচারকারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় কোস্ট গার্ড। তবে উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়।

এদিকে টেকনাফ সীমান্ত দিয়ে মাদক পাচার প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতার কারণে ইয়াবা পাচারকারিরা রুট পরির্বতন করেছেন। গভীর বঙ্গোপসাগরকে তারা ইয়াবা পাচারে নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছেন।

স্থানীয়দের অভিমত, মাদক পাচার বন্ধে সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনী যেভাবে তৎপর রয়েছে, সেভাবে যদি সাগরে তদারকির ব্যবস্থা না থাকে তাহলে মাদকের যে ভয়াবহতা, তা রোধ করা কঠিন হয়ে দাঁড়াবে।

এ সম্পর্কিত আরও খবর